রাজশাহীর বাঘায় জইমুদ্দীন (৫৫) নামের এক বৃদ্ধ বিষ পান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধ উপজেলার সরেরহাট গ্রামের মৃত নজু প্রামানিকের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই নছিমুদ্দীন বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জইমুদ্দীন গত কয়েক বছর যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন। এ রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে সোমবার গভীর রাতে নিজ ঘরে বিষ পান করেন তিনি। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন রাতেই তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরের তিনি মারা যান। বর্তমানে বৃদ্ধের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা আছে।এ ব্যাপারে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মির্জা মোজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তার মরদেহের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রিপোর্ট আসার পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।শাহরিয়ার অনতু/এফএ/এমএস