চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে পাট অধিদপ্তর। শনিবার (৪ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অভিযান চালানো হয়।
এসময় কৃষি মার্কেটের থ্রি স্টার রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা এবং ফরিদপুর রাইস এজেন্সিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে পণ্যের দাম, বেড়েছে দেশে
জরিমানা করা হয় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে ২০১০’। এসময় কৃষি মার্কেটের সব পাইকারি চাল ব্যবসায়ীকে এক মাসের মধ্যে প্লাস্টিকের বস্তায় থাকা চাল বিক্রির জন্য সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের পর কোনো ব্যবসায়ী প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পাট অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা আক্তারের (অতিরিক্ত সচিব) নেতৃত্বে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তারা হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ও সালেহা নূর।
আরও পড়ুন: পাটজাত পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি
এছাড়া পরিদর্শক দলে ছিলেন পাট অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) এসএম সোহরারব হোসেন, সমন্বয় কর্মকর্তা মো. সওজাতুল আলম, মুখ্য পরিদর্শক মাহবুব হোসেন এবং পাট উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
ড. সেলিনা আক্তার বলেন, দেশে কোথাও চটের বস্তার সংকট নেই। পর্যাপ্ত চটের বস্তা রয়েছে। কিন্তু অনেক স্থানে দুই টাকা কম-বেশির কারণে মিল মালিকরা চটের বস্তা নিচ্ছেন না। অথচ একটা চটের বস্তা ৩-৪ বার ব্যবহার করা যায়। ফলে প্লাস্টিকের বস্তার তুলনায় চটের বস্তার খরচ কম।
এনএইচ/জেডএইচ/এএসএম