দেশজুড়ে

মির্জা ফখরুলের সাবেক ব্যক্তিগত সহকারীর ইন্তেকাল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাবেক ব্যক্তিগত সহকারী রেজওয়ানুল হক আবু ইন্তেকাল (ইন্নালিল্লাহ হে....রাজিউন) করেছেন।মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি দুুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে রেজওয়ানুল হক আবুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকার্ত পরিবারের প্রতি গভীর বেদনা প্রকাশ করেন। আবু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঠাকুরগাও জেলার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর তৎকালীন সময়ে কৃষি প্রতিমন্ত্রী ও বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী থাকাকালীন রেজওয়ানুল হক অাবু তার ব্যক্তিগত সহকারী ছিলেন।রবিউল/এমএএস/আরআইপি