হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের বনাঞ্চলে ট্রাকচাপায় একটি হরিণের মৃত্যু হয়েছে। রোববার (৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পরিবেশকর্মী মো. মুত্তাকিন জাগো নিউজকে বলেন, রাতে বালুবোঝাই একটি ট্রাকচাপায় সাতছড়ি উদ্যানে বিপন্ন প্রজাতির একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, বিষয়টি জেনেছি। তবে এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টির তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত হরিণটি উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।
আব্দুল আজিজ/এসআর/এএসএম