নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আকাশ (৪০) আহত হয়েছেন।
সোমবার (৬ মার্চ) দুপুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের নীলকুঠি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আমেনা বেগম উপজেলার গনেশপুর ইউনিয়নের মিরপুর গ্রামে। আহত মোটরসাইকেল আরোহী আকাশ একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সন্তানকে সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে হবে
স্থানীয়রা জানান, দুপুরে আমেন বেগম বাড়ির পাশের মাঠে ছাগল রেখে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় মোটরসাইকেল আরোহী আকাশ সতিহাট থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি আমেনা বেগমের সঙ্গে ধাক্কা লেগে দুজন রাস্তায় ছিটকে পড়েন। পরে পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টর আমেনা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে আমেনার দুই পা ভেঙে যায়। আমেনা ও আকাশ দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আমেন বেগম মারা যান। আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আব্বাস আলী/আরএইচ/এমএস