সফিকুল ইসলাম মানিককে আর কোচের দায়িত্বে রাখা হবে না, এমন সিদ্ধান্তটা নিয়েই রেখেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তিনি দেশের বাইরে থাকায় কেবল ঘোষণা দেওয়াটা বাকি ছিল।
অবশেষে আজ (সোমবার) সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়েছে মোহামেডান। ফুটবল মৌসুমের বাকি সময়ে মানিককে আর দেখা যাবে না ক্লাবটির ডাগআউটে। দেশের অভিজ্ঞ এই কোচকে অব্যাহতি দিয়েছে মোহামেডান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ দিক থেকেই গুঞ্জন ছিল মানিকের ওপর আস্থা হারিয়েছে ক্লাবের ফুটবল কমিটি। বিশেষ করে ২ গোলে এগিয়ে থেকে নবাগত ফর্টিস এফসির বিপক্ষে হারের পর। ১০ ম্যাচের মাত্র ৩ টি জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্ব শেষে মোহামেডানের অবস্থান ছয়ে।
সফিকুল ইসলাম মানিকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ক্লাবের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ এখন মোহামেডানের ডাগআউট সামলাবেন। গোলরক্ষক কোচ হিসেবে থাকছেন ছাইদ হাছান কানন। ক্লাবসূত্রে জানা গেছে, মানিক মোহামেডানের স্থায়ী সদস্য বলে তাকে সম্মানের সঙ্গেই বিদায় দেওয়া হয়েছে।
কোচিং স্টাফে পরিবর্তনের পাশাপাশি মোহামেডান খেলোয়াড় তালিকায়ও কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। দলের ইরানি মিডফিল্ডার মেইসাম এরই মধ্যে দেশে ফিরে গেছেন। তার পরিবর্তে একজন বিদেশি মিডফিল্ডার খুঁজছে সাদা-কালোরা।
আরআই/এমএমআর/এমএস