দেশজুড়ে

পুলিশের ফাঁদে আটক ‘জিনের বাদশা’

নোয়াখালীর বেগমগঞ্জে কথিত ‘জিনের বাদশা’ শহিদুল ইসলাম প্রকাশ শহিদ উল্যাহকে (৫০) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ মার্চ) রাতে একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।

পুলিশ জানায়, প্রতারক শহিদুল ইসলাম নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে ভুক্তভোগী জান্নাত আরা বেগমের কাছ থেকে কৌশলে আট লাখ ১৫ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন। অভিযোগ পেয়ে ফাঁদ পেতে তাকে আটক করে পুলিশ।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস