নোয়াখালীর চাটখিলে চা পান করতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর ড্রেন থেকে আবদুল মান্নান (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে চাটখিল পৌরসভার সিঅ্যান্ডবি রোড ডাকবাংলোর সামনে নির্মাণাধীন ড্রেনে মরদেহটি পাওয়া যায়।
নিহত আবদুল মান্নান চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির জাগির মিয়ার ছেলে। সোমবার রাত ৮টার দিকে দোকানে গিয়ে তিনি আর ফিরে আসেননি।
নিহতের ভাতিজা মো. নাসির আহমেদ বলেন, সোমবার এশার নামাজের পর আমার চাচা চা পান করতে বাড়ির পাশের দোকানে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইলফোনে রিং হলেও রিসিভ হচ্ছিল না।
এদিকে, মঙ্গলবার বেলা ১১টার পর স্থানীয় লোকজন চাটখিল ডাকবাংলোর সামনে নির্মাণাধীন ড্রেনের মধ্যে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম