মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নে মোট ১১টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী ডেমোক্রেট দলের মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিনটন ৬টি আর রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ৫টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। সুপার টিউসডের বুথফেরত জরিপে এ তথ্য জানা গেছে।ডেমোক্রেটিক দলে দুই প্রার্থী লড়ছেন- হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স। আর রিপাবলিকান দলে মোট ৫ জন প্রার্থী লড়ছেন। এরা হলেন- ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রুজ, মার্কো রুবিও, জন কেসিক এবং বেন কারসন।জেএইচ/পিআর