দেশজুড়ে

বঙ্গবন্ধুর কবর জিয়ারতে বাইসাইকেলে টুঙ্গিপাড়া যাচ্ছেন যুবক

নীলফামারী থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে বাইসাইকেলে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন সুজাউদ্দৌলা সুজন (২৫) নামে এক যুবক।

বুধবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে নীলফামারী চৌরাঙী মোড় থেকে সাইকেলে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। এর আগে সেখানে টুঙ্গিপাড়া ভ্রমণ উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানায় উপজেলা আওয়ামী লীগ।

সুজন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াদুদ রঞ্জুর ছেলে। তিনি চড়াই খোলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

এ বিষয়ে সুজন বলেন, ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর কৃতিত্বে মুগ্ধ হই। সেই থেকে মনে মনে একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল যে জীবনে কোনোদিন সুযোগ পেলে বঙ্গবন্ধুর জন্মস্থানে যাব। এখান থেকে ৫৬০ কিলোমিটার রাস্তা আমি যাব। আর আমাকে এই যাত্রায় সুযোগ করে দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ চৌধুরী বলেন, ২০২০ সালেই সুজনের বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে যাওয়ার কথা। তবে করোনা মহামারির জন্য পিছিয়ে যায়। সর্বশেষ সুজনের ইচ্ছার মূল্যায়নে তাকে পাঠানোর আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

এসময় নীলফামারী উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সুজন নীলফামারী থেকে সৈয়দপুর হয়ে দিনাজপুরের ফুলবাড়ি যাবেন। সেখান থেকে কুষ্টিয়া হয়ে ৫৬০ কিলোমিটার পথ সাইক্লিং করে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় উপস্থিত হবেন।

রাজু আহম্মেদ/এমআরআর/জিকেএস