চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলাদেশের স্বাধীনতা’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।০১. প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।০২. প্রশ্ন : মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?উত্তর : ১১ টি।০৩. প্রশ্ন : কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না?উত্তর : ১০ নং সেক্টরে।০৪. প্রশ্ন : প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।০৫. প্রশ্ন : প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?উত্তর : ০২ মার্চ ১৯৭১।০৬. প্রশ্ন : কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?উত্তর : ০৩ মার্চ ১৯৭১, পল্টন ময়দানে।০৭. প্রশ্ন : বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?উত্তর : আ স ম আব্দুর রব।০৮. প্রশ্ন : জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন?উত্তর : ১৮ এপ্রিল ১৯৭১।০৯. প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠন করা হয় কবে?উত্তর : ২১ নভেম্বর ১৯৭১।১০. প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথবাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?উত্তর : ৬ ডিসেম্বর ১৯৭১। ১১. প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়?উত্তর : চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ ১৯৭১।১২. প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।১৩. প্রশ্ন : ২৬ মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কখন?উত্তর : ১৯৮০ সালে।১৪. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?উত্তর : ৭ জন।১৫. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন?উত্তর : ৬৮ জন।১৬. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন?উত্তর : ১৭৫জন।১৭. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?উত্তর : ৪২৬ জন।১৮. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন?উত্তর : ৬৭৬ জন। ১৯. প্রশ্ন : পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পণ করেন?উত্তর : জেনারেল এ কে নিয়াজী। ২০. প্রশ্ন : আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?উত্তর : বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।এসইউ/পিআর