শ্রমিকদের দক্ষতা বাড়াতে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরোমি ব্রুয়ার।
বৃহস্পতিবার (০৯ মার্চ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে সাক্ষাতে তার সরকারের এ আগ্রহের কথা জানান হাইকমিশনার।
সাক্ষাতে জেরোমি ব্রুয়ার জানান, অস্ট্রেলিয়ায় কারিগরিভাবে দক্ষ জনবলের প্রচুর চাহিদা রয়েছে। এ বিষয়ে দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশকে সহযোগিতা করবে তার সরকার। কারিগরি শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় অনেক উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
এসময় শ্রম মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য-সেফটি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং টঙ্গীতে নির্মিতব্য বঙ্গবন্ধু ন্যাশনাল লেবার ইনস্টিটিউটে প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের কাছে কারিগরি সহযোগিতা চান প্রতিমন্ত্রী।
দক্ষতা বাড়াতে এ প্রতিষ্ঠান দু’টি ভালো ভূমিকা রাখবে আশাব্যক্ত করে হাইকমিশনার বলেন, এ দু’টি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ এবং গবেষণা বিষয়ে কারিগরি সহযোগিতা দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের কাছে বিষয়টি তুলে ধরবেন।
হাইকমিশনার গত বছর ২২ ডিসেম্বর সিঙ্গাপুরে আইএলও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনে অস্ট্রেলিয়ার দক্ষতা ও প্রশিক্ষণ বিষয়কমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য শ্রম প্রতিমন্ত্রীর হাতে একটি ধন্যবাদপত্র হস্তান্তর করেন। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, যুগ্মসচিব (আইও) মো. হুমায়ুন কবির এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের দু’জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আইএইচআর/এমএএইচ/জিকেএস