দেশজুড়ে

লোকালয়ে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

মোংলার সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার অজগর পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে পশুর নদীর পাড়ের একটি গাছ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বিকেলে স্থানীয়রা একটি অজগর দেখতে পেয়ে বনবিভাগের স্বেচ্ছাসেবী সংগঠন সিপিজির (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্যদের খবর দেন। পরে তারা সেটি উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেন। চার ফুট লম্বার অজগরটির ওজন দুই কেজি।

আরও পড়ুন: বসতঘরে ১২ ফুট অজগর, পাহাড়ে অবমুক্ত

তিনি বলেন, অজগর সাধারণত নদীর পাড়ের উচু জায়গায় ডিম দিয়ে থাকে। এরপর বাচ্চা ফুটলে বনের ভিতরে বিচরণ করে থাকেন। সে সময় জোয়ারের পানির টানে ও মাছের পিছু নিয়ে কিছু লোকালয়ে চলে যায়। পরে খবর পেয়ে অজগরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম