জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ভারতের রেলওয়ের রেলনেট পেজের ওয়েবসাইট হ্যাক করেছে। এর মাধ্যমে প্রথমবারের মত দেশটিতে অশুভ ছায়া ফেলেছে এই জঙ্গি গোষ্ঠী। তবে অল্প কিছুক্ষণের জন্যই তারা ওয়েবসাইটটিতে তৎপর ছিল। পরে তারা সাইটটি ছেড়ে দিয়েছে। কেন্দ্রীয় রেলওয়ের ভুশাওয়াল বিভাগের পারসোনেল ডিপার্টমেন্ট এবং প্রশাসনিক কাজে ব্যবহৃত বিভাগের একটি বড় ওয়েবসাইটের পেজ হ্যাক করা হয়েছিল। সেসময় দক্ষিণ এশিয়ায় নিযুক্ত আল কায়েদা প্রধান মাওলানা আশিম উমারের পক্ষ থেকে ভারতের মুসলমানদের উদ্দেশ্য করে ওই পেজে কিছু বার্তাও জুড়ে দেওয়া হয়েছিল।‘কেন তোমাদের সাগরে কোনো ঝড় নেই?’ ভারতের মুসলমানদের উদ্দেশ্য করে এমন বার্তা পাঠিয়ে তা পড়তে বলা হয়। হ্যাক করা পেজে ১১ পৃষ্ঠার একটি ডকুমেন্ট সংযুক্ত ছিল। ওই বার্তায় আরো বলা হয়েছে, ‘এখানে কি এমন কোনো উত্তরাধিকার নেই যিনি বালাকোটে নিজের রক্ত প্রবাহিত করবেন? কেউ কি নেই যিনি অবিশ্বাসের ওপর গড়ে ওঠা পদ্ধতির বিরুদ্ধে নিজের আত্মাকে প্রসারিত করে বিদ্রোহ করবেন এবং আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করবেন?’ এই বার্তা মানুষকে জিহাদে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্র পক্ষগুলোকে পরাজিত করতে সাহায্য করবে। উমার উত্তর প্রদেশের সামভালের বাসিন্দা। তিনি গত বছর ভারতীয় উপমহাদেশে আল কায়েদার প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। টিটিএন/এসআইএস/পিআর