ক্যাম্পাস

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিজনেস কার্নিভাল আজ

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাব প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘বিজিএমইএ প্রেজেন্টস ফার্স্ট ডিআরএমসি ন্যাশনাল বিজনেস কার্নিভাল’।

আজ শুক্রবার (১০ মার্চ) থেকে রোববার (১২ মার্চ) কলেজ প্রাঙ্গণে কার্নিভালটি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

কার্নিভালে ২৩টি ইভেন্ট রয়েছে। এগুলো হলো ৭টি টিম ইভেন্ট, ৭ একক ইভেন্ট, ৭ অলিম্পিয়াড ও দুটি বিশেষ ইভেন্ট। বিশেষ ইভেন্টে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি, ইফতেখার রাফসান, আশিকুর রহমান তুষার ও নাফিস সেলিম।

দেশের ৩০০ এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক হাজারের বেশি প্রতিযোগী এতে অংশ নেবেন। প্রতিযোগিতায় চারটি গ্রুপ থাকবে- জুনিয়র (তৃতীয় থেকে অষ্টম), মাধ্যমিক (নবম-দশম), উচ্চমাধ্যমিক (একাদশ-দ্বাদশ) ও সিনিয়র (বিশ্ববিদ্যালয় স্তর)।

এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ব্যবসা ও ক্যারিয়ারভিত্তিক ইভেন্টে আগ্রহী করে তোলা এবং ব্যবসা, ক্যারিয়ার, সৃজনশীলতা, ব্যবস্থাপনা ও নেতৃত্ব সম্পর্কে তাদের জ্ঞানকে সমৃদ্ধ করা।

বিএ/জিকেএস