নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তিনটি অস্ত্র মামলার সাক্ষ্য শুনানি আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) কামরুন্নাহার এর আদালতে নূর হোসেনের উপস্থিতিতে শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।এদিকে সকাল নূর হোসেনকে কঠোর নিরাপত্তা ও গোপনীয়ভাবে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, অস্ত্র আইনের পৃথক তিনটি মামলায় ইতোমধ্যে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বুধবার আদালত শুনানি শেষে আগামী ১৩ এপ্রিল সাক্ষ্য শুনানির দিন ধার্য করেছেন। শাহাদাত হোসেন/এসএস/পিআর