অর্থনীতি

চট্টগ্রামে বাণিজ্যমেলায় ক্রেতাদের নজর কাড়ছে ওয়াকারের পণ্য

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতা দর্শনার্থীদের মন কাড়ছে দেশীয় জনপ্রিয় ব্রান্ড ওয়াকার। দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এর অঙ্গ প্রতিষ্ঠান ওয়াকারে পাওয়া যাচ্ছে লেডিস, জেন্টস এবং কিডস এ তিন ক্যাটাগরিতে জুতো, কেডস, লেদারপণ্যসহ নানা ধরনের ফ্যাশনপণ্য।

জনপ্রিয় এবং গুণগত মানের কারণে সব শ্রেণির ক্রেতারাই মেলায় ঢুকলেই ঢু মারছেন ওয়াকারের মিনি প্যাভিলিয়নে। মেলায় ওয়াকারের নির্দিষ্ট পণ্যে মিলছে ৫-৫০ শতাংশ পর্যন্ত ছাড়। নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী মেলার আয়োজন করেছে।

বাণিজ্যমেলায় প্রধান গেট ধরে প্রবেশ করে সোজা গেলেই আরএফএল-এর প্যাভিলিয়নের পাশেই ক্রেতারা খুঁজে পাবেন ওয়াকার ব্রান্ডের মিনি প্যাভিলিয়নটি। প্যাভিলিয়নটিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, কিডস সু, স্পোর্টস সু, সব বয়সীদের জন্য হরেক রকম ডিজাইনের জুতা এবং স্যান্ডেল। তাছাড়া রয়েছে স্পোর্টস ব্যাগ, লেডিস ব্যাগ, মানি ব্যাগ, বেল্টসহ নানান ফ্যাশনপণ্য।

ওয়াকার ফুটওয়্যার প্যাভিলিয়নের ফেয়ার ইনচার্জ পংকজ কর্মকার বলেন, মেলায় শতাধিক নতুন ডিজাইনের পণ্য প্রদর্শন করছে ওয়াকার। মেলাতে লেডিস, জেন্টস, কিডস প্রত্যেকের পছন্দের জুতো, কেডস ও ফ্যাশন সামগ্রী পাওয়া যাচ্ছে।

মেলায় ক্রেতাদের কাছ থেকে খুব ভালো সাড়াও পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে লেডিস কিছু আইটেমে ৫-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তাছাড়া নির্দিষ্ট জেন্টস আইটেমেও ১০-২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এবার প্রায় ৪ লাখ বর্গফুট জায়গাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, ৩টি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টল রাখা হয়েছে। যাতে তিনশর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় ভারত, থাইল্যান্ড ও ইরানের নিজস্ব পণ্য নিয়ে অংশ নিচ্ছে। গত ১৬ ফেব্রুয়ারি মাসব্যাপী এ মেলা শুরু হয়।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এমএস