দেশজুড়ে

রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস ২৪ শিক্ষার্থী

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণ ফলাফলে ফেল থেকে পাস করেছেন ২৪ শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন আরও ২৫ শিক্ষার্থী।

শুক্রবার (১০ মার্চ) রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি বছর ১৩ হাজার ৯১৪ জন শিক্ষার্থী ৪২ হাজার ৭৪৬টি এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ৮৬ জন শিক্ষার্থীর ১০৮ বিষয়ে ফল পরিবর্তন হয়েছে। তবে এবার ফেল করা কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

আরিফুল ইসলাম আরও বলেন, মূলত খাতার প্রাপ্ত নম্বরের যোগ করতে ভুল হবার কারণেই ফলাফল পরিবর্তন হয়েছে। এবার এ থেকে এ প্লাস হয়েছে ৩৭ জন, এ মাইনাস থেকে এ হয়েছে ২৪ জন, এ মাইনাস থেকে এ প্লাস পেয়েছে ৫ জন, সি থেকে এ প্লাস পেয়েছে একজন, সি থেকে এ মাইসান পেয়েছে এক জন, সি থেকে এ পেয়েছেন এক জন, এফ থেকে সি পেয়েছেন তিনজন, এফ থেকে ডি পেয়েছেন ১৮ জন, এফ থেকে বি পেয়েছেন আটজন, সি থেকে বি পেয়েছে ৫জন, বি থেকে এ মাইনাস পেয়েছে চারজন ও ডি থেকে সি পেয়েছে একজন।

আরও পড়ুন: এইচএসসির ফল পুনঃনিরীক্ষায় ইংরেজিতে অর্ধলাখ আবেদন

চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার এক লাখ ২৯ হাজার ২৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৬৮ হাজার ৩৬ জন ছেলে ও ৬০ হাজার ৯৮৯ জন মেয়ে শিক্ষার্থী। ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ২০১টি কেন্দ্রে ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৬১১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগে ৮০ হাজার ৯৬৪ জন এবং বাণিজ্য বিভাগে ১৩ হাজার ৩৮৭ জন পরীক্ষায় অংশ নেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস