দেশজুড়ে

কলেজছাত্রীকে যৌন হেনস্তা, যুবক কারাগারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মাস্টার্স পড়ুয়া এক কলেজছাত্রীকে (২৭) যৌন হেনস্তার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় মামলার পর শনিবার (১১ মার্চ) আমির হোসেন (২৫) নামে ওই যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালী আদালতের পরিদর্শক মো. শাহ আলম কারাগারে পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আমির হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন ওরফে সাহাব উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, আমি ফেনী সরকারি কলেজে অধ্যয়নরত। গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে কলেজ থেকে বাড়ি এসে ঘরের পাশে টয়লেটে যাই। রাতের অন্ধকারে বের হওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা আমির হোসেন আমার মুখ চেপে ধরে শ্লীলতাহানি করে।

তিনি আরও বলেন, আমির হোসেন আমার প্রতিবেশী। সম্পর্কে সে আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ আছে। তবে সে দীর্ঘদিন থেকে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। তার আক্রমণে আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগটি মামলা হিসেবে রুজু করে তাৎক্ষণিক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম