পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণায় গিয়ে এক শিশুকে (১০) যৌন নিপীড়নের অভিযোগে দেলোয়ার হোসেন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানায় অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার দেলোয়ার ডাবলুগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা চালাতে বরকতিয়া গ্রামে যান ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন কর্মী। এসময় প্রচারণার ফাঁকে কর্মীরা একটি ঘরে চা খেতে বসেন। এ সুযোগে দেলোয়ার ওই শিশুর ঘরে গিয়ে তাকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনার পরপরই ওই শিশুর মা থানায় অভিযোগ দেন। পরে বাবলাতলা বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।
আসাদুজ্জামান মিরাজ/এমআরআর/এমএস