শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চার খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সূত্রে এ তথ্য জানা গেছে।তারা হলেন- জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ও জাহিদকে এক বছর আর ইয়াসিন ও সোহেল রানাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লীগেও খেলতে পারবেন না তারা।সাম্প্রতিক দুটো আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যর্থতার জেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামসহ চারজনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় দলের আরও তিনজনকে সাবধান করা হয়েছে।এক তদন্তে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। পরে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ (বুধবার) এই সিদ্ধান্ত ঘোষণা করে। গত বছর অক্টোবরে ভারতের কেরালায় দক্ষিণ এশিয়া কাপে এবং গতমাসে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দলের পারফরমেন্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়।সমালোচনার মুখে বাফুফে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে বলা হয়েছে টুর্নামেন্ট চলাকালে দলের বেশ কজন খেলোয়াড়ের বিশৃঙ্খল আচরণের কারণে দল ভালো খেলতে পারেনি। কমিটির রিপোর্টের ভিত্তিতে, অধিনায়ক মামুনুলসহ দুজনকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বাকি দুজন নিষিদ্ধ হয়েছেন ছয় মাসের জন্য।বাফুফে`র সহ-সভাপতি কাজি নাবিল আহমেদ বিবিসিকে জানিয়েছেন, অভিযুক্তরা আচরণ-বিধি ভঙ্গ করেছিল। শীর্ষ চারজন নিষিদ্ধ হওয়ার জাতীয় দল আরও দুর্বল হয়ে পড়বে কি না- এই প্রশ্নে তিনি মন্তব্য করেন, ‘শৃঙ্খলাহীন ভালো খেলোয়াড় দিয়ে দলের কোনো লাভ হবেনা। নিষেধাজ্ঞার মেয়াদ শেষে ওই চারজনের দলে ফেরার সুযোগ রয়েছে।’আরটি/জেএইচ/এমএস