জাতীয়

বিজিবির অভিযানে ৯৩ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিযান চালিয়ে ৯২ কোটি ৬৭ লক্ষাধিক টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, গাঁজা, বিদেশি মদও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মুহম্মদ মোহসিন রেজা। তিনি জানান, ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৯২ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দ মাদকের মধ্যে রয়েছে ৬ লাখ ১৮ হাজার ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ হাজার ১৫৮ বোতল ফেনসিডিল, ১ হাজার ৪৬৪ কেজি গাঁজা, ৩০ হাজার ৭৯০ বোতল বিদেশি মদ, ৮২ হাজার ৮৫৯ পিস বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ১৬ হাজার ৪২৪টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১৮ লাখ ৯৫ হাজার ৭৫ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট। এছাড়া জব্দ অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৩৯টি শাড়ি, ২ হাজার ৭৭৭টি থ্রিপিস/শার্টপিস, ৪১ হাজার ৩১৬ মিটার থান কাপড়, ২ হাজার ১৪২টি তৈরি পোশাক, ৯ হাজার ১৯৮ সিএফটি কাঠ এবং ১৪৮ কেজি ওজনের ১টি কষ্টি পাথর। ফেব্রুয়ারি মাসে বিজিবির অভিযানে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ৮৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং ৯ কেজি ৯০০ গ্রাম গান পাউডার। বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৫৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪৯৪ জন মিয়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।জেইউ/একে/এমএস