লক্ষ্মীপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী আনাস কামালকে মারধরের ঘটনার মামলায় পৌর কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজু ও তার ছোট ভাই বিপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু ইউছুফ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হাসান আল মাহমুদ বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গ্রেফতার রাজু লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও অপরজন তার ভাই বিপু পাটওয়ারী।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকায় কাউন্সিলর রাজু ও আইনজীবী কামালদের বাড়ির রাস্তা সংস্কার করা হচ্ছিল। এসময় কামালদের জমির ওপর দিয়ে রাস্তা নেওয়া হলে তারা বাধা দেন। এতে রাজুর ছোট ভাই বিপুর সঙ্গে কামালের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বিপু লোকজন নিয়ে ফের পৌরসভার লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তা এলাকায় কামালের ওপর হামলা চালান।
এসময় আশপাশের লোকজন ঘটনাটির ভিডিও ধারণ করে টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এতে দেখা যায়, কাউন্সিলর রাজুসহ অভিযুক্তরা কামালকে এলোপাতাড়ি কিল-ঘুষি দিচ্ছেন। এ ঘটনায় কামালের বড়ভাই ওসমান গনি বাদী হয়ে কাউন্সিলর রাজুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
কাজল কায়েস/এমআরআর/এএসএম