এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচ নিয়ে দারুণ সিরিয়াস টাইগাররা। তাই মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একপাশে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মাশরাফিরা।বিকাল ৫টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করে বাংলাদেশ দল। যথারীতি প্রথমে ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়েন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করার পর উইকেটকিপিং অনুশীলনে নেমে পড়েন তিনি। আর তখন ব্যাট হাতে নেমে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।সাকিব ব্যাট ছাড়ার পর অনুশীলনে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন তারা। মাঠের আরেক পাশে ফুটবল নিয়ে অনুশীলন করছেন বাকি খেলোয়াড়রা।উল্লেখ্য, সন্ধ্যায় সাড়ে সাতটায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের এই হাই ভোল্টেজ ম্যাচ।আরটি/আইএইচএস/এবিএস