নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশে নিরাপত্তার জন্য পুঁতে রাখা ব্যারিকেডে ট্রাকের ধাক্কায় মাথায় পড়ে আব্দুল হাকিম (৫০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮টার দিকে পৌর শহরের পাঁচমাথা মোড়ের রেললাইন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফল ব্যবসায়ী আব্দুল হাকিম রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের মালিকাদহ গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
আহত তিন ব্যবসায়ী হলেন সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আলিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৯), হাতিখানা মহল্লার ইউসুফ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬) ও মিঠাপুকুরের মালিকাদহ গ্রামের আবু তালেবের ছেলে আল আমিন (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইনের ওপরে যেন গাড়ি উঠতে না পারে সেজন্য ব্যারিকেড হিসেবে পরিত্যক্ত রেললাইনের লোহার খুঁটি বসানো ছিল। আঙুরবোঝাই একটি ট্রাক মালামাল খালাসের জন্য আড়তে ঢুকতে গিয়ে ওই খুঁটির সঙ্গে জোরে ধাক্কা লাগে। এসময় পাশে দাঁড়িয়ে বরই বিক্রি করছিলেন হাকিম। ট্রাকের ধাক্কায় লোহার খুঁটি মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাশে থাকা আরও তিন ফল ব্যবসায়ী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজু আহম্মেদ/এমআরআর/এএসএম