আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭৩৪ ইউনিয়নের ৬ হাজার ৬শ ৬টি ভোটকেন্দ্রের মধ্যে মধ্যে ৭০০টি ইউনিয়নের ৬ হাজার ৩ শ ভোটকেন্দ্র আওয়ামী লীগ দখল করবে বলে আগাম ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান বলেন, বর্তমানে ইসির যে ভূমিকা দেখা যাচ্ছে তাতে প্রথম দফা ইউপি নির্বাচন সুষ্ঠু হবে না।বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি। এর আগে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেন। মইন খান বলেন, নির্বাচন কমিশনের কোন ক্ষমতা নেই। তারা সরকারের কাছে মাথানত করে। তারা সুষ্ঠু নির্বাচন দিতে চাইলেও দিতে পারবে না। কারণ নির্বাচন কমিশন এখনও স্বাধীন হতে পারেনি। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন না দিতে পারে তাহলে নির্বাচনের কি দরকার ? এমপিরাই সরকারের প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করতে পারেন ।মঈন খান বলেন, আমরা বলেছিলাম কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করতে কিন্তু তারা তা না করে সরকারি চাকরিজীবীদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এরা সরকারি দলের প্রার্থীদের পক্ষে কাজ করবে। জনগণ ভোট দিলেও ফলাফল ঘোষণার সময় তাদের ভোট কাউন্ট হয় না।এইচএস/এসকেডি/এআরএস/এমএস