দেশজুড়ে

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় সাড়ে তিন মাসের এক শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে। তবে চিকিৎসকের দাবি, শিশুটির বিষয়ে তারা কোনো অবহেলা করেননি। সময়মতোই চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৩টায় হাসপাতালের জরুরি বিভাগে শিশুটির মৃত্যু হয়। মারা যাওয়া মাহির বাবু উপজেলার মংলা গ্রামের রাকিবুল হাসান ও শর্মিলা আক্তার দম্পতির ছেলে।

শিশুটির নানা তাছির উদ্দিন জানান, সকালে বিরামপুরে জাকিরুল ইসলাম নামে এক চিকিৎসকের কাছে তার নাতিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক জানান, শিশুটির নিউমোনিয়া হয়েছে। হাসপাতালে নিয়ে অক্সিজেন দিতে হবে। পরে শিশুর মা শর্মিলা দুপুর একটায় তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এ বিষয়ে শিশুর মা শর্মিলা বলেন, হাসপাতালে আনার পর জরুরি বিভাগে কর্মরত ডাক্তারকে আমার ছেলেকে দেখার জন্য অনেক অনুরোধ করেছি। তারা আমাদের কথায় গুরুত্ব দেননি। তাকে না দেখেই তারা ভর্তি করেন এবং ওপরে নিয়ে যেতে বলেন।

তিনি বলেন, শিশু ওয়ার্ডে গিয়ে নার্সরা বলেন, বাচ্চার বয়স সাড়ে তিন মাসের জায়গায় সাড়ে তিন বছর লেখা হয়েছে। নিচে গিয়ে আবার ঠিক করতে হবে। এভাবে হাসপাতালের ওপর-নিচ করতে অনেক সময় লেগে যায়। এভাবে চিকিৎসা না পাওয়ায় আমার ছেলের মৃত্যু হয়।

শিশু মাহিরের মা আরও বলেন, আমার কোলজুড়ে একটায় বাচ্চা। আমার বাচ্চাটা দুপুরেও ভালো ছিল। হাসপাতালে কোনো ডাক্তারের চিকিৎসা পাইনি। সময়মতো আমার বাচ্চা চিকিৎসা পেলে বেঁচে যেত। ডাক্তারের অবহেলায় আমার বুকের ধন মারা গেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার মশিউর রহমান বলেন, ওই শিশু রোগীর অবস্থা ভালো ছিল না। আমরা চিকিৎসা দিয়েছি। কোনো অবহেলা করা হয়নি।

মো. মাহাবুর রহমান/এমআরআর/এমএস