দেশজুড়ে

চট্টগ্রামে যুবদল নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রামে নগর যুবদল নেতা জাফর আহমদ খোকনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর বায়েজিদ থানার শেরশাহ তারা গেইট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। গুরুতর আহত জাফর আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে এ ঘটনায় এলাকার চিহ্নিত যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের দায়ী করেছে মহানগর যুবদল। যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাহেদ জানান, দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন জাফর আহমেদ। এসময় ২০/২৫ জন সন্ত্রাসী তার উপর অর্তকিত হামলা চালায়। জাফর মহানগর যুবদলের সদস্য এবং রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, বায়েজিদ শেরশাহ তারা গেইট এলাকায় যুবদল নেতা জাফরের ভাই ভাই স্টোর নামে একটি রড় সিমেন্ট বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। তার সাথে জায়গা জমি নিয়ে স্থানীয় একটি গ্রুপের বিরোধ চলছিলো।এ ব্যাপারে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, দুপুরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তারা গেইটে একজন ব্যবসায়ীর উপর হামলা ঘটনা শুনেছি। পুলিশ সেখানে গেছে। এবং একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।জীবন মুছা/এসকেডি/এমএস