দিনাজপুর পৌরসভার ময়লা-গাড্ডার জমি সংক্রান্ত বিরোধের মামলায় পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ ৮ আসামির জামিন মঞ্জুর করেছেন বিচারক। বুধবার দুপুরে দিনাজপুরের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিচারক এহসানুল হক জামিনের এই আদেশ দেন। জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক (৫৫), সচিব মো. মাহবুবুল রহমান (৫০), উপ-সহকারী প্রকৌশলী লাইসুর রহমান চৌধুরী (৫২), ১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রবি (৪৮), পৌরসভার ড্রাইভার মো. মোতালেব (৪২), ড্রাইভার মো. সায়েম (৩৮) ও মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু (৪০)।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দিনাজপুর মাতা সাগরস্থ ময়লা-গাড্ডার মোট ৮ দশমিক ৬০ একর জমির মধ্যে ১ দশমিক ০৫ একর জমির মালিকানা দাবি করে আসছিলেন শহরের বড়বন্দর এলাকার মৃত শামসুদ্দিন আহম্মেদ’র ছেলে মো. পুশিদার রহমান। পুশিদার রহমান দাবিকৃত ১ দশমিক ০৫ একর জমিতে ঘেরা দিয়ে টিনের ঘর নির্মাণ করে দখল করেন। ২০১৫ সালের ১৭ মার্চ দিনাজপুর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পৌরসভার কয়েকজন কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসিকে নিয়ে ওই জমি উদ্ধার করেন। এই ঘটনার পর ওই বছরের ১৯-০৩-১৫ তারিখ শহরের বড়বন্দর এলাকার মৃত শামসুদ্দিন আহম্মেদ’র ছেলে মো. পুশিদার রহমান পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ উপরে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১৬ সি/১৫, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৪২৭/৩৮৫/৩৭৯/৩৮০/৫০৬ (২)/৩৪। ওই মামলায় পুশিদার রহমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার নেতৃত্বে উপরে উল্লেখিত ৮ জনসহ অজ্ঞাতনামা আরো ৩০/৪০ জনকে আসামি করেন।মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. একরামুল আমিন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আ ন ম হাবিবুল্লাহ, আব্দুল হালিম, আব্দুস সাঈদ, আসির উদ্দিন, মো. সিরাজুল ইসলাম, এমাম আলী, মোল্লা মো. সাখাওয়াত হোসেন, মানিকসহ অর্ধশতাধিক আইনজীবী। অপর দিকে বাদী পক্ষের আইনজীবী ছিলেন মো. সাইফুল ইসলাম। এমদাদুল হক মিলন/এমএএস/এমএস