দেশজুড়ে

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিক নিখোঁজ

সাভারের আশুলিয়া এলাকায় একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

বুধবার (১৫ মার্চ) রাতে আশুলিয়া থানার জামগড়া এলাকার আর রহমান নিট ফ্যাশন নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে।

মাহফুজুর রহমান নিপু/এমআরআর/জিকেএস