রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভিসির সঙ্গে দুর্ব্যবহারে অভিযুক্ত প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের শিক্ষার্থী মঞ্জুরুল আজম লিপন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিন লাখ টাকা বরাদ্দের ভিত্তিতে শহরের মাঝেরবস্তি এলাকায় রাবিপ্রবির অস্থায়ী আবাসিক হলটি সংস্কার করে দেওয়ার কথা ছিল। মঙ্গলবার বিকেলে রাবিপ্রবি ভিসি প্রফেসর ড. সেলিনা আক্তার হলের সংস্কার কাজ পরিদর্শনে আসেন। কিন্তু কাজের মান ভালো না হওয়ায় তিনি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে ডেকে জানতে চাইলে তিনি ভিসির সঙ্গে দুর্ব্যবহার করেন। শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে জড়ো হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
জানতে চাইলে রাবিপ্রবির ভিসি প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, আমরা শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ছাত্রাবাস ভাড়া নিয়ে ছাত্রদের জন্য হল হিসেবে ব্যবহার করি। হলটির বাথরুমের অবস্থা ভালো না হওয়ায় স্কুল কর্তৃপক্ষ সংস্কারের দায়িত্ব নেয়। কিন্তু বাথরুমে ভালো টাইলস না লাগানো, শাওয়ার বা পুরনো কমোড ব্যবহার করায় তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।
অভিযোগ বিষয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, উপাচার্য আমাকে ডেকে নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে প্রধান শিক্ষক হিসেবে আমার কোনো রুচিবোধ নেই বলে মন্তব্য করেন। এ মন্তব্য শোনার পর আমি তার রুম থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভিসির উপস্থিতিতে আমার ওপর চড়াও হন।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সাল থেকে ক্লাস শুরু হলেও এখনো নিজস্ব কোনো ছাত্রাবাস নেই। শহরের মাঝেরবস্তি এলাকায় শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে একটি ভবন ভাড়া নিয়ে সেখানে অস্থায়ী ছাত্রাবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস