দেশজুড়ে

বিক্রির জন্য অটোতে নেওয়া হচ্ছিল ট্রেনের ৪৫০ লিটার চোরাই ডিজেল

ফেনীতে ট্রেন থেকে চুরি করা ৪৫০ লিটার ডিজেলসহ মো. ইউসুফ (৪৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় অটোরিকশাটি জব্দ করা হয়।

বুধবার (১৫ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউসুফ ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা।

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালান র‌্যাব সদস্যরা। এ সময় একটি অটোরিকশা থেকে ৪৫০ লিটার চোরাই ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় গাড়ির চালক ইউসুফকে আটক করা গেলেও মূল চোরাকারবারি আবদুল মতিন (৪৪) পালিয়ে যান।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া ডিজেলগুলো ফেনীর শর্শদী ইউনিয়নে রেলগাড়ি থামিয়ে চুরি করা হয়ে থাকে। পরে চুরি সিন্ডিকেটের সদস্যরা তেলগুলো ফেনী ও আশপাশের এলাকায় বিক্রি করে। ইউসুফের গাড়িতেও তেলগুলো বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। এ ঘটনায় গাড়িচালক ইউসুফ ও তেল চুরির মূল হোতা আবদুল মতিনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, র‌্যাবের হাতে চোরাই তেলসহ আটক ইউসুফকে থানায় সোপর্দ করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এএসএম