খেলাধুলা

চলতি বছর বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলো

২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। কনমেবল এরইমধ্যে সূচি প্রকাশ করেছে। সূচিতে চলতি বছর ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি লড়াই তো রয়েছেই, দুই দলের রয়েছে ৬টি করে ম্যাচ।

যদিও ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু এখনও ঠিক হয়নি। ৪৮ দল নিয়ে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে।

বাছাইপর্বে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নভেম্বরে ব্রাজিলের মাঠে আয়োজিত হবে মেসি-নেইমারদের হাইভোল্টেজ ম্যাচটি।

বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার চলতি বছরের ম্যাচগুলোসেপ্টেম্বর ২০২৩ব্রাজিল-বলিভিয়াআর্জেন্টিনা-ইকুয়েডরপেরু-ব্রাজিলবলিভিয়া-আর্জেন্টিনা

অক্টোবর ২০২৩ব্রাজিল-ভেনেজুয়েলাআর্জেন্টিনা-প্যারাগুয়েউরুগুয়ে-ব্রাজিলপেরু-আর্জেন্টিনা

নভেম্বর ২০২৩ব্রাজিল-ইকুয়েডরআর্জেন্টিনা-চিলিকলম্বিয়া-আর্জেন্টিনাপ্যারাগুয়ে-ব্রাজিল

এমএমআর/জিকেএস