বরিশাল সদর উপজেলা কর্ণকাঠীর খয়রাবাদ নদীর তীর থেকে নিখোঁজ অটোরিকশাচালক আরিফ হাওলাদারের (২২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয়া হয়।বুধবার বিকেলে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। নিহত আরিফ বাকেরগঞ্জের ভরপাশা গ্রামের মৃত আশরাফ আলী হাওলাদারের ছেলে।বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম জানান, মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরবর্তীতে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন।তিনি আরো জানান, গত ২৯ ফেব্রুয়ারি আরিফ নিখোঁজ হন। এ ঘটনায় গত মঙ্গলবার তার স্বজনরা বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।ওসির ধারণা, আরিফের অটোরিকশাটি ছিনতাই শেষে তাকে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সাইফ আমীন/বিএ