নওগাঁর পত্নীতলায় অস্ত্র-মাদকসহ মাসুদ করিম (২৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। এসময় একটি ওয়ান শুটারগান ও ২৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার মোল্লাপাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়।
মাসুদ করিম উপজেলার মোল্লাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামানের নেতৃত্বে জেলার পত্নীতলা উপজেলার মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় একটি ওয়ান শুটারগান ও ২৯ গ্রাম হেরোইন মাদক ব্যবসায়ী মাসুদ করিমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, মাসুদ করিম এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করে অন্যান্য মাদক ব্যবসা ও স্থানীয় লোকজনের ওপর আধিপত্য বিস্তার করতেন।
আব্বাস আলী/আরএইচ/এএসএম