স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সংসদ এবং বিপিজেএ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
Advertisement
শনিবার (১৮ মার্চ) তিনি পূর্বাচল ক্লাবে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ফ্যামিলি ডে-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু ও মৃণাল কান্তি দাস।
স্পিকার বলেন, জাতীয় সংসদের তথ্য ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। সাংবাদিকদের মিলনমেলায় উপস্থিত হতে পারা সত্যি আনন্দের বিষয়।
Advertisement
বিপিজেএ’র সহ-সভাপতি মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপিজেএ সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক উত্তম চক্রবর্তীসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
এইচএস/এমএইচআর