জাতীয়

আজ বিশ্ব বন্য প্রাণী দিবস

আজ ৩ মার্চ। বিশ্ব বন্য প্রাণী দিবস। ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর এই দিনটি বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘আমাদের হাতেই বন্য প্রাণীর ভবিষ্যৎ’।সামগ্রিকভাবে বন্য প্রাণীকে উপজীব্য করে এদের রক্ষায় আহ্বান জানানো হলেও আজকের দিনে হাতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।সূত্রমতে জানা যায়, সুন্দরবন জুড়ে মাত্র সাড়ে চারশো’র মতো রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। এতো বিশাল আয়তনের জঙ্গলে এ ক’টি বাঘের বাস বড়ই বেমানান। অপরদিকে আমাদের দেশে হাতির সংখ্যাও বেমানান। আইইউসিএন-এর ২০০৪ সালের জরিপ মতে বাংলাদেশে মাত্র ২২৭টি হাতির বাস রয়েছে। এসংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। জানা গেছে, খাদ্য সংকট এবং আবসন সংকটের কারণে ওরা পাড়ি জমাচ্ছে ভারত ও মিয়ানমারে। অপরদিকে যশোরের কেশবপুরের হনুমানগুলো কোন রকম বেঁচে আছে। এক সময় পদ্মার উচ্চ অববাহিকায় ঘড়িয়াল দেখা যেত। তিনযুগ আগেও আমাদের দেশের দিনাজপুর জেলায় নীলগাইয়ের সাক্ষাত পাওয়া যেত। ওরা খাদ্যের সন্ধানে হিমালয়াঞ্চল থেকে নেমে আসত জ্যোত্স্না রাতে দিনাজপুরের ফসলি জমিনে। শিকারিদের দৌরাত্ম্যের ফলে নীলগাইয়ের বিচরণ বন্ধ হয়ে গেছে এ দেশে। সরকার ইতোমধ্যে বন্যপ্রাণী রক্ষার্থে কিছু ভালো পদক্ষেপ গ্রহণ করেছেন। তন্মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ পাস হয়েছে। উক্ত আইনের ১নং ও ২নং তফসিলে ৬৫০ প্রজাতির পাখিকে প্রোটেক্টেড বার্ড হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখি শিকারের ক্ষেত্রে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার বিধান রেখেছে। জেএইচ/আরআইপি