ভোলায় চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জে নিখোঁজের তিনদিন পর মো. আব্দুল খালেক (৪১) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
রোববার (১৯ মার্চ) সকালে হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সিগঞ্জ এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত আব্দুল খালেক চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজিজ চৌকিদারে ছেলে এবং চরফ্যাশন বাজারের ফার্মেসি ব্যবসায়ী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন খালেক। এরপর রাত ১টার দিকে স্ত্রী তাকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শনিবার খালেকের স্ত্রী জাকিয়া বেগম শশীভূষণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার সকালে দিকে নিহতের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের পরিবারের দাবি, খালেককে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
Advertisement
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মরদেহের কাছ থেকে নগদ এক লাখ টাকা, দুইটি মোবাইলফোন ও একটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এএসএম
Advertisement