ওজনে কারচুপি, পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না টানানো এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে চট্টগ্রামের তিন প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Advertisement
মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ২নং গেটের কর্ণফুলী বাজারে এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেব নাথ।
অভিযানে মুরগি ওজনে কম দেওয়ায় কর্ণফুলী বাজারের মুনতাসীর পোল্ট্রি অ্যান্ড সেলস সেন্টারকে ২৫ হাজার টাকা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না থাকায় মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মানিক স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান।
তিনি বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে পণ্যমূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
Advertisement
ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম