গাজীপুরে একটি কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আহসান কমপোজিট কারখানার সামনে শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, কারখানায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।