জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ২৪ মার্চ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার রাজধানীর বকশি বাজারের আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার সাক্ষীর আংশিক জেরা শেষে মামলার পরবর্তী তারিখ ঠিক করে এ আদেশ দেন।আজ আদালতে খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এ সময় তিনি আদালতকে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে জানিয়ে তার পক্ষে দুটি আবেদন করেন। আবেদনের শুনানি শেষ হলে আদালত মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে আসামীপক্ষে চতুর্থ দিনের জেরা করার নির্দেশ দেন।আদালতের নির্দেশ মোতাবেক জামিনে থাকা আসামি খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর সাবেক একান্ত সচিব, বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে জেরা শেষ করেন আমিনুল ইসলাম।এদিকে তদন্ত কর্মকর্তার জেরা চলাকালে আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আজ খালেদা জিয়া অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে যাননি। চিকিৎসার জন্য প্রায় দুই মাস লন্ডনে থেকে ২০১৫ সালের ২১ নভেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এরপর মামলার কয়েকটি ধার্য তারিখেও অসুস্থতার জন্য আদালতে হাজির হতে পারেননি তিনি। তারপক্ষে আইনজীবীর হাজিরা মঞ্জুর করেন আদালত।এ মামলা প্রসঙ্গে দুদকের আইনজীবী মোশররফ হোসেন কাজল বলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়া এ ট্রাস্ট করেছেন, যা আইনত করা যায় না। ট্রাস্টের অর্থ নিজেরা লাভবান হতে ব্যয় ও আত্মসাৎ করেছেন বলেও তিনি দাবি করেন।এফএইচ/এনএফ/পিআর