পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট বাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানির পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি কনসোলেটেড আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা এবং শেয়ার প্রতি কনসোলেটেড সম্পদ (এনএভি) মূল্য ২৯ টাকা ৬৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ এপ্রিল রাজধানীর অফিসার্স ক্লাবে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ মার্চ নির্ধারণ করা হয়েছে ।এসআই/এআরএস/পিআর