জাতীয়

জননিরাপত্তা বিভাগের নতুন সচিব মোস্তাফিজুর রহমান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানকে জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মোস্তাফিজুর রহমানকে বদলির এ আদেশ ৩১ মার্চ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. আমিনুল ইসলাম আগামী ৩১ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

আরএমএম/কেএসআর/জেআইএম