দেশজুড়ে

মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু

ফরিদপুরের সালথায় মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে আরফিন মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরফিন মোল্লা ওই গ্রামের আবু মোল্লার ছেলে।

এ বিষয়ে গট্টি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা জাগো নিউজকে বলেন, আরফিন মোল্লা বিকেলে মাঠে পাটবীজ বুনতে গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে বজ্রপাতে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম