নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নে হরগাতী গ্রামে শুক্রবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় রূপালী আক্তার (৬) নিহত হয়েছে। সে স্থানীয় প্রতিশ্রুতি কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী। রূপালী পঞ্চাননপুর গ্রামের নূর মোহাম্মদ রবিনের মেয়ে।জানা গেছে, সদর উপজেলার হরগাতী নামক স্থানে নেত্রকোনা-আটপাড়া সড়কে শুক্রবার সকাল ৯টার দিকে রুপালী বাড়ির অদূরে দোকান থেকে মুড়ি কিনতে যায়। ফেরার সময় নেত্রকোনাগামী অটোরিকশা তাকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী অটোরিকশাটি আটক করেছে। চালক পালিয়ে গেছেন। নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাছুদুল আলম জানান, অটোরিকশা চাপায় শিশু নিহতের আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কামাল হোসাইন/এমজেড/পিআর