গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ইকো রিসোর্টে বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা হামলা চালিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দুই কর্মকর্তাসহ পাঁচজনকে মারধর করে নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে গেছে। ইকো রিসোর্টের অতিথি ওয়াকিব হোসেন জাগো নিউজকে জানান, শুক্রবার আমাদের পিকনিক করার কথা ছিল। এজন্য আগের রাতে (বৃহস্পতিবার) আমরা ১৫ জনের মতো ভবানীপুর ইকো রিসোর্টে রাত্রিযাপন করতে অবস্থান করি। রাত আড়াইটার দিকে ৪০-৫০ জনের সশস্ত্র একদল ডাকাত রিসোর্টে হানা দেয়। পরে ডাকাতরা ৪-৫ জন করে প্রতিটি কটেজে ছড়িয়ে যায় এবং কয়েকজনকে মারধর করে নগদ টাকা ও কয়েকটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় উত্তরা বিআরটিএ এর কর্মকর্তা আশরাফুজ্জামান (৫৫), তার গাড়ি চালক নূরুল ইসলাম (৫০), গাজীপুর বিআরটিএ এর পরিদর্শক (ইন্সপেক্টর) ওয়াজেদ হোসেন (৫২) ও রিসোর্টের স্টাফ ইসমাইল হোসেন আহত হন। একজনের নাম জানা যায়নি। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গুরুতর আহত আশরাফুজ্জামানকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জাগো নিউজকে জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ২৫-৩০ জন ডাকাত ওই রিসোর্টে হানা দেয়। পরে কয়েকজনকে মারধর করে ২০ হাজার টাকা ও কয়েকটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমিনুল ইসলাম/এমজেড/পিআর