রাজনীতি

উন্নয়নমুখী সৃজনশীল রাজনৈতিক সংস্কৃতি সময়ের দাবি

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন বলেছেন, বাংলাদেশ কংগ্রেস সহিংস রাজনীতিকে বিশ্বাস করে না। সহিংস দুর্নীতি নির্ভর ও পরিবার তান্ত্রিক রাজনীতিকে পরিহার করে অহিংস, উন্নয়নমূখী ও সৃজনশীল রাজনৈতিক সংস্কৃতি এখন সময়ের দাবি।শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘চলমান সহিংস রাজনীতি ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বর্তমান ধারার অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে এসে মেধাবী প্রজন্মের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনীতির প্রচলন ঘটাতে হবে। আর তার জন্য বাংলাদেশ কংগ্রেসের বিকল্প নেই।আলোচনা সভায় দলটির মহাসচিব ইয়ারুল ইসলাম বলেন, বর্তমান ধারার রাজনৈতিক নেতৃত্বের কাছে জনগণের জান মালের কোনো নিরাপত্তা নেই।আলোকিত মানুষের নেতৃত্ব গঠনে বাংলাদেশ কংগ্রেস সারাদেশে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপ্পি সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মহসীন সিকদার পাভেল, ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন পরিষদের সদস্য রফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এএস/আরএস/এমএস