ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত দেশ বিরোধী যে ষড়যন্ত্র করছে বাংলার মাটিতে তা কখনো সফল হবে না। বিএনপির রাজনীতির উপর সংকটের যে ছায়া পড়েছে সেখান থেকে বের হতে তারা হিমশিম খাচ্ছে।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিবাদন জানিয়ে তিনি বলেন, নতুন নেতৃত্ব একটি লম্বা পথ এবং নেতৃত্বের তিনটি গুণ থাকতে হবে। তা হলো- সাহস, সততা আর কমিটমেন্ট।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে যে জয়যাত্রা শুরু করেছেন তার সেই জয়যাত্রাকে ধরে রাখবে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তিনি।সভায় সভাপতির বক্তব্যে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, যতবারই বাংলার বুকে দুর্যোগ এসেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা জীবন দিয়ে তা প্রতিরোধ করেছে। সোহরাওয়ার্দী উদ্যানে জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক ৭ মার্চের সমাবেশকে সফল করার সর্বাত্মক চেষ্টা করবে ছাত্রলীগ।ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কার্যকারী সদস্য এনামুল হক শামীম ও হাবিবুর রহমান।এছাড়া ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।সুব্রত মণ্ডল/আরএস/এমএস