সিলেট নগরীর মিরাবাজারে বাসচাপায় কাঁচামাল ব্যবসায়ী মাসুদ উদ্দিন (৩০) নিহত হয়েছেন। তিনি মিরাবাজার মিতালী আবাসিক এলাকার জমির উদ্দিনের ছেলে। শুক্রবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই এলাকায় তরকারি ফেরি করে বিক্রি করতেন। পুলিশ ঘাতক বাস চালককে আটক করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জাফলং থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সিলেট জ ০৪-০২৩৩) নগরীর মিরাবাজারে সুফিয়া রেস্টুরেন্টের সামনে এক পথচারী যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান।এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছামির মাহমুদ/এআরএ/এমএস