দেশজুড়ে

প্রতিপক্ষের ছোড়া বোমায় যুবক আহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বোমা হামলায় সবুজ হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

রোববার (২ এপ্রিল) সকালে উপজেলার বড় শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সবুজ ওই গ্রামের মৃত আবু কালামের ছেলে।

স্থানীয়রা জানান, এক বছর আগে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলীকে কুপিয়ে জখম করে বড় মিশলা গ্রামের প্রতিপক্ষরা। তাদের ধারালো দায়ের কোপে হযরত আলীর একটি হাতের কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছিল।

রোববার সকালে সবুজসহ ১০-১২ জন বড় শিমলা গ্রামের গাজিপাড়ায় গেলে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় বোমার বিস্ফোরণে সবুজ আহত হন।

Advertisement

তবে ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলী বলেন, ‘আমাকে যারা হত্যার উদ্দেশ্যে কুপিয়েছিল, তারা আজ আমার সমর্থকের ওপর বোমা হামলা করে। সবুজ ব্যবসায়িক কাজে বাড়ি থেকে পাতবিলা গ্রামে যাচ্ছিল। পথে তার ওপর বোমা ছুড়ে মারা হয়। বোমা বিস্ফোরণে সবুজের পেট ও বুক জখম হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্যা জাগো নিউজকে বলেন, সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়। তদন্ত চলছে। জড়িতদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস

Advertisement